ধর একটা নদী দিলাম তোমায়, স্বচ্ছ জলে ছোট ছোট ঢেউ আর দূরে মাঝির কণ্ঠে গান। সেই নদীটার পাড় ভাঙ্গে না, শান্ত জলের ধারাকে ঢেকে দায় না কচুরিপানার দল। সেই নদীটায় পূর্ণিমার ছায়া পড়ে তোমার মন খারাপের রাতে।। অথবা ধর একটা ঘন বন দিলাম তোমায়, আর ধর যদি একটা ছোট্ট দ্বীপ দেই, অথবা শুধুই একটা কাশবন, |
নাকি তোমায় আমি একটা নৌকা দেব, লাল রঙের পাল তোলা আর চাটাইয়ের ছইয়ের ভেতরে ছায়ার আঁকিবুঁকি? ভেসে চলে দিগন্তের পথে, মানুষের পৃথিবীর সব অন্ধকারকে পিছনে ফেলে। জ্যোৎস্না রাতে সেই নৌকায় বসে তুমি নদীর জলে ভাসিয়ে দেবে সব কষ্টগুলো।। আচ্ছা, আমায় কি নেবে তোমার সাথে? |
নেবে কি আমায়?
by
Tags:
Comments
2 responses to “নেবে কি আমায়?”
-
যখনি মনে হয় দূরে চলে যাই, তখনি আবার এমন কবিতার জন্য ফিরে আসতে বাধ্য হই।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতার জন্য-
ধন্যবাদ 🙂
-
Leave a Reply