অদ্ভুতুরে সময়ে ঘুরপাক খেতে খেতে হঠাৎ হঠাৎ মনে হয় আর কত?! কোথাও নিশ্চই একটা সীমা থাকা উচিৎ! মনে হয় কেমন যেন একটা অসীম লুপে ঢুকে পড়েছি!
যখন মানুষের বিশ্বাসের ভিতটাই নড়ে যায়, তখন কি আকড়ে ধরে মানুষ ঘুরে দাঁড়ায়? আজন্ম যে বিশ্বাস এবং মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠা, হঠাৎ করে সব কিছুই মিথ্যা মনে হলে নতুন বিশ্বাস কিভাবে তৈরি করা সম্ভব?!
ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আকড়ে ধরে। কিন্তু তাতে লাভ কি? খড়কুটো সহই ডুবে যায়!
যদি ছু-মন্তর বলেই হঠাৎ গায়েব হয়ে যাওয়া যেত!!
মানুষের এত এত অনুভূতি কেন? বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, ভাল লাগা, না লাগা, কষ্ট, আনন্দ… এই সবের সাথে আবার লজিক এসে প্যাঁচ লাগায়! শুধু একটা হলেই কি এমন ক্ষতি হত?!
শুধুই হতাশার কথা বলছি! আবোল তাবোল। লজিকের সার্কিটে সমস্যা দেখা দিয়েছে মনে হচ্ছে! *** (খারপ গালি) লজিক! এইটার যন্ত্রনায় আসলে মনের (নাকি মাথার) মধ্যে কি চলছে সেটাও প্রকাশ করা যায় না…
একটা ভাল লাগার ট্যাবলেট দরকার। অথবা একটা ছোটখাটো ভুমিকম্প হলেও চলবে!! নড়বড়ে হয়ে যাওয়া ভিতটা তাহলে পুরাই ধ্বসে যেত। হয়ত শুরু করা যেত নতুন করে। অথবা সব শেষ! কে জানে!!
Leave a Reply