আমায় ছুটি দাও সবুজ মেঘের দল /
আমি মহামানব হতে চাই না /
কালের গর্ভে করতে চাইনা জ্বলজ্বলে রেখাপাত /
চাইনা কোন অসামান্য অতিমানবীয় কীর্তি /
আমি খুব সাধারণ মানুষ হতে চাই।
প্রিয় মানুষগুলোর দুঃস্বপ্নগুলোকে ভাগ করতে চাই /
ধরে রাখতে চাই প্রিয় মূহুর্তগুলোকে /
কষ্ট পেলে চিৎকার করে কাঁদতে চাই /
সবকিছু তছনছ করে দিতে চাই রাগে দুঃখে ক্ষোভে /
স্বার্থপর হতে চাই /
আত্মকেন্দ্রিক হতে চাই /
শুধু ভালবাসার মানুষগুলোকে নিয়ে ভাল থাকতে চাই।
আমায় ছুটি দাও সবুজ মেঘের দল /
আমি আত্মত্যাগের মশাল হতে চাই না /
আমি একজন সাধারণ মানুষ হতে চাই।।
Leave a Reply