মেয়ে তুমি চুপ কেন?
মেয়ে তুমি কি ভাব? /
কোথায় হারাও? /
মেয়ে তুমি হাস কি? /
ভালবাস কি ঘাসফড়িং? /
শিশির ভেজা কচি পাতায় /
প্রজাপতির নাচন? /
মেয়ে তুমি কি গান গাও? /
কবিতা পড় কি? /
নাকি কবিতার নায়িকা হয়েই /
তোমার সব সুখ? /
তুমি কি স্বপ্ন দেখ মেয়ে? /
শান্ত নদীর পাড়, ঘাসের গালিচা আর /
একটি ঝাকড়া অশ্বত্থ গাছ? /
মেয়ে তুমি কেন কাঁদ? /
চোখের জলে কেন ভাসাও /
দুঃখের নৌকা? /
মেয়ে তুমি উচ্ছল /
চঞ্চল চপল জীবনে ভরপুর। /
তুমি আনন্দের শোভাযাত্রা। /
মেয়ে তুমি স্বর্গলোকের রাজকন্যা /
চোখের ইশারায় /
সকাল থেকে সন্ধ্যা নামাও। /
স্বপ্নেই শুধু ধরা দাও মেয়ে /
দিনের সকল ক্লান্তি শেষে /
ছড়িয়ে দাও আলতো ভালবাসা। /
সাদাকালো স্বপ্নগুলো /
রঙিন করে দাও।।
Leave a Reply