হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়। বারান্দার দরজাটার বাইরেই প্রচন্ড ঝড়ের তান্ডব। কংক্রিটের শহরে ঝড় বৃষ্টি সাধারণত তেমন একটা বোঝা যায় না। কিন্তু এই রাতের দ্বিতীয় প্রহরে দরজায় বাতাসের শব্দ আর হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া ঘর থেকে ভালই বোঝা যায় ঝড়ের প্রচন্ডতা।
খুব ইচ্ছে করে উঠে বারান্দার দরজাটা খুলতে। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে বৃষ্টির অবিরাম ধারা।
কিন্তু কি যেন কি হয়! বৃষ্টি হলেই যে আচ্ছন্ন হয়ে যাই।
বাইরে বৃষ্টিধারা বয়ে যায় অবিরাম। বৃথাই চেষ্টা করে যায় তোমাকে ভুলিয়ে দিতে। মাথার ভেতরে জন ডেনভার নিয়ে হারিয়ে যাই, তোমারই ভাবনায়।
Leave a Reply