আজ হঠাৎ করেই বহুদিন আগের একটা ঘটনা মনে পড়ে গেল। মনে হল যেন বহুযুগ আগের ঘটনা।
কোন একটা কাজে আমি আর সিম্মি আরেক বন্ধু কাশফিয়ার বাসায় গিয়েছি। বিকালের দিকে কাশফিয়াকে একটু বের হতে হবে। সম্ভবত একটা ভোল্টমিটার বা এরকম কিছু কেনার জন্য। ওর সাথে আমিও বের হলাম। হাতিরপুল থেকে হাঁটতে হাঁটতে সায়েন্সল্যাব পর্যন্ত গিয়েও কোন দোকানে পাওয়া গেল না। হাঁটা হাঁটি আর জিনিসটা না পাওয়ায় কাশফিয়ার প্রচন্ড মেজাজ খারাপ। ফিরে আসার জন্য ঘুরেই দেখি একটা ফেরিওয়ালা দারুণ বরই নিয়ে বসে আছে। ব্যস কোন চিন্তা ভাবনা ছাড়াই এক কেজি বরই কিনে ফেললাম।
কিছুক্ষন পর দেখা গেল একটা রিকশায় একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। মেয়েটা প্রচন্ড মেজাজ খারাপ করে একটা বিশাল কাগজের প্যাকেট ধরে আছে, আর ছেলেটা মহা আনন্দে পা নাচাচ্ছে আর প্যাকেট থেকে একটা একটা করে বরই বের করে মুখে ফেলছে। মেয়েটা মাঝে মাঝে খুবই বিরক্ত চোখে ছেলেটার দিকে তাকাচ্ছে।
দৃশ্যটা নিশ্চই খুবই হাস্যকর ছিল!!
Miss you সোনাপাখি, my dearest ‘ex’-best friend (এই নামটাও তোরই দেওয়া)। Miss all the fun, the gang, the 29 game, the fights… miss the good old days…
Leave a Reply